পঠানকোট হামলায় মাসুদ আজহার ও তার ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ
Web Desk, ABP Ananda | 19 Dec 2016 01:33 PM (IST)
নয়াদিল্লি: পঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় পাঁচকুলার বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে নাম রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার-সহ ৮ জনের। মাসুদের ভাই আব্দুল রউফ আসগর, লঞ্চিং কম্যান্ডার শাহিদ লতিফ ও পঠানকোট হামলার হ্যান্ডলার কাশিফ জানেরও নাম রয়েছে এনআইএ চার্জশিটে। এরা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা। এ বছরের ২ জানুয়ারি পঠানকোটের বিমানঘাঁটিতে হামলা চালায় পাক জঙ্গিরা। গুলির লড়াইয়ে শহিদ হন ৭ জন ভারতীয় সেনা। মারা পড়ে চার জঙ্গি। এনআইএ-র চার্জশিটে এই জঙ্গিদেরও নাম রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পেয়েই মাসুদ আজহারদের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। এদিকে, পঠানকোটকাণ্ডে মাসুদ আজহারের নাম চার্জশিটে রেখে ভারত আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করল বলে মনে করছে কূটনৈতিক মহল।