পটনা: গয়ায় গাড়ির রেষারেষির জেরে খুনের ঘটনায় অভিযুক্ত রকি যাদবের মা তথা জনতা দল ইউনাইটেডের সাসপেন্ডেড বিধায়ক মনোরমা দেবীর জামিন মঞ্জুর করল পটনা হাইকোর্ট।

 

আদিত্য সচদেব নামে এক ছাত্রকে খুনের অভিযোগে রকি, তার বাবা বিন্দেশ্বরী ওরফে বিন্দি যাদব এবং মনোরমার দেহরক্ষী রাজেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। মনোরমার বাড়িতে তল্লাশিতে মদ উদ্ধার হয়। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ১৭ মে আত্মসমর্পণ করেন মনোরমা। ১৯ ও ২৭ মে তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। তবে এদিন বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ জামিন মঞ্জুর করেন।

 

মনোরমার আইনজীবী ভিভি গিরি বলেছেন, তাঁর মক্কেল একজন মহিলা। তিনি আইন মেনে চলেন। এই মামলায় তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। তাছাড়া তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, তখন তিনি সেখানে ছিলেন না। আদালতে জামিনের আবেদনে এই তথ্যগুলি পেশ করা হয়েছিল। সেই আবেদন বিচার করে জামিন মঞ্জুর করেছে আদালত। মনোরমাকে এই মামলার তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।