পটনা: শনিবার পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। বিহার ও জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই তিন নেতার একমঞ্চে হাজির হওয়া বিরল ঘটনা হতে চলেছে।
পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাসবিহারী প্রসাদ সিংহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজির থাকবেন। পটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে লালুপ্রসাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে লালুকে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যাবে কি না, সেটা প্রধানমন্ত্রীর দফতরের উপর নির্ভর করছে। কারণ, এই ধরনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হাজির থাকলে কিছু প্রোটোকল মেনে চলতে হয়।’
পটনা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, রামবিলাস পাসোয়ান, জেপি নাড্ডা, অশ্বিনী চৌবে, উপেন্দ্র কুশওয়াহা, রবিশঙ্কর প্রসাদ সহ পাঁচ হাজারেরও বেশি প্রাক্তন ছাত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। সম্প্রতি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদীর সমালোচনায় সরব যশবন্ত। ফলে তাঁরও মোদীর মুখোমুখি হওয়া তাৎপর্যপূর্ণ।
মোদীর প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিরোধিতা করে এনডিএ ছেড়েছিল নীতীশের জেডিইউ। পরে লালু ও নীতীশ জোট গড়ে বিহারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গড়েন। কিন্তু আরজেডি-র সঙ্গে জোট ভেঙে ফের বিজেপি-র সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। জোট ভাঙার পর শনিবারই প্রথম তাঁর সঙ্গে লালুর দেখা হতে পারে।
পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে একমঞ্চে দেখা যেতে পারে মোদী, নীতীশ, লালুকে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2017 08:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -