ভুবনেশ্বর: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বুধবার জানালেন, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে প্রস্তাবিত মহাজোটের শরিক হচ্ছে না তাঁর দল বিজেডি।
মঙ্গলবার দলের কৃষকদের প্রতিবাদ কর্মসূচির জন্য দিল্লিতে গিয়েছিলেন নবীন। সেখানে মহাজোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি তাড়াহুড়ো করতে চান না। সময় নিয়ে তাঁর ও দলের অবস্থান জানাবেন। বুধবার অবশ্য তিনি সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস – দুইয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখতে চান।
অকংগ্রেসি ও অবিজেপি ফেডারেল ফ্রন্ট গড়ে তোলা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও বা কেসিআর। বিজেডি প্রধানের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। যদিও ফেডারেল ফ্রন্টে যোগদান নিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেস না বিজেপি, কাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন, সেই প্রশ্নের উত্তরে বুধবার অবশ্য কোনও মন্তব্য করেননি নবীন।
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করেছিল বিজেডি। যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের দিকে চলে গিয়েছিলেন নবীন। আবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের সময় শাসক শিবিরের প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহকে সমর্থন করেছিল তাঁর দল।