লখনউ:  উত্তরপ্রদেশে যাদব পরিবারে অখিলেশ-শিবপাল সংঘাত অব্যাহত। অখিলেশ-ঘনিষ্ঠ মন্ত্রী পবন পাণ্ডেকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাঁকে। মন্ত্রিসভা থেকেও পবন পাণ্ডেকে সরানোর সুপারিশ সপা নেতৃত্বের। এই সিদ্ধান্তের পাশাপাশি, সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব আবার দাবি করেছেন দলে কোনও বিভেদ নেই।

ফৈজাবাদের বিধায়ক তেজনারায়ণ পাণ্ডে ওরফে পবন পাণ্ডে, যিনি গত ছবছর ধরে অখিলেশ যাদব সরকারের মন্ত্রী ছিলেন, আজ তাঁকে শৃঙ্খলাভঙ্গের জন্যে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, সপা-র বিধানপরিষদের সদস্য আশু মালিকের অভিযোগ ছিল পবনের বিরুদ্ধে, যে তিনি তাঁকে চড় মেরেছেন। সূত্রের খবর পবন মূলত অখিলেশ ঘনিষ্ঠ মন্ত্রী। সেখানে আশু হলেন শিবপাল সিংহ যাদবের সমর্থক।

লখনউয়ে এক সাংবাদিক বৈঠকে সপা-র রাজ্য সভাপতি শিবপাল সিংহ যাদব বলেন, তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে অনুরোধ করেছেন, মন্ত্রিসভা থেকে পবনকে সরিয়ে দেওয়ার বিষয়। তবে আজ পবনকে দল থেকে বহিষ্কার করে ফের একবার প্রমাণিত হল মুলায়ম, অখিলেশ এবং শিবপালের একাধিক বৈঠক সত্ত্বেও উত্তরপ্রদেশে যাদব পরিবারের সংঘাত এখনও অব্যাহত।

এখন এটাই দেখার অপেক্ষা নিজের দলের সুপারিশ মেনে অখিলেশ পবনকে মন্ত্রিসভা থেকে সরান কিনা? উল্লেখ্য পবন পাণ্ডে হলেন সেই ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ফৈজাবাদ জেলার অন্তর্গত অযোধ্যায় বিজেপি প্রার্থী লাল্লু সিংহকে হারিয়ে ছিলেন ২০১২ সালের বিধানসভা নির্বাচনে।