নয়াদিল্লি: বিমানযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে বিমানেট টিকিট বাতিল করলে ন্যায্য মূল্যের থেকে বেশি টাকা কাটতে পারবে না বিমান সংস্থাগুলি। একইসঙ্গে, বিমানের টিকিট বাতিল করলে যাত্রী কত টাকা ফেরত পাবেন, তাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী ১ অগাস্ট থেকেই কার্যকর হবে এই নতুন নির্দেশিকা।
বিমান পরিবহণ নির্ণায়ক সংস্থা ডিজিসিএ এদিন সাফ জানিয়েছে, টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও অবস্থাতেই বিমানের টিকিটের বেসিক ফেয়ার এবং ফুয়েল সারচার্জের সম্মিলিত অর্থের তুলনায় বেশি টাকা কাটতে পারবে না বিমান সংস্থাগুলি।
সাম্প্রতিককালে, বহু বিমান সংস্থা টিকিট বাতিলের চার্জ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। সেই দিক থেকে যাত্রীদের কাছে এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক বটে। ডিজিসিএ জানিয়েছে, এই নতুন নির্দেশিকা সবক্ষেত্রেই প্রযোজ্য হবে, এমনকী বিমান সংস্থার দেওয়া বিশেষ অফার বা প্রোমো ফেয়ারের ক্ষেত্রেও। নিয়ামক সংস্থার নির্দেশ, বিমান সংস্থাগুলিকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, টিকিট বাতিল হলে যাত্রী কত টাকা ফেরত পাবেন।
বিমানের টিকিট বাতিল হলে ১ অগাস্ট থেকে বেশি চার্জ নয়, নির্দেশ ডিজিসিএ-র
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 12:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -