নয়াদিল্লি: জিএসটি কার্যকর হওয়ার পর কাল থেকে বাড়তে চলেছে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা, বিমার প্রিমিয়াম এবং ক্রেডিট কার্ডের বিল। জিএসটি-তে বেশিরভাগ আর্থিক পরিষেবারই কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এরই ফলে বাড়তে চলেছে খরচ। ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলি ইতিমধ্যেই গ্রাহকদের মেসেজ ও ই-মেল পাঠিয়ে নতুন কর কাঠামোর বিষয়ে অবগত করছে। ব্যাঙ্কের পরিষেবা সংক্রান্ত যে খরচগুলি বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে ডেবিট কার্ড, ফান্ড ট্রান্সফার, বিনামূল্যে পরিষেবা শেষ হয়ে যাওয়ার পর এটিএম থেকে টাকা তোলা, গৃহঋণ প্রক্রিয়াকরণের খরচ, লকারের ভাড়া, চেক বই, ড্রাফট, নকল পাশবই, বিল সংগ্রহ, বাইরে থেকে আসা চেক সংগ্রহ, নগদ লেনদেনের চার্জ এবং এসএমএস-এর মাধ্যমে লেনদেন সংক্রান্ত খবর দেওয়ার চার্জ। একইভাবে বিমার প্রিমিয়ামের খরচও বাড়তে চলেছে।