সঙ্গারেড্ডি: জেলে থাকার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে তেলঙ্গানার মেডাক জেলার ঔপনিবেশিক আমলের একটি জেল। পর্যটকরা ইচ্ছে করলে ৫০০ টাকা দিয়ে একটা রাত কাটাতে পারেন জেলে। সঙ্গারেড্ডির ২২০ বছরের প্রাচীন এই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল জেলটি বর্তমানে সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে। ‘ফিল দ্য জেল’ নামে একটি পরিকল্পনাও গ্রহন করা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, কোনও পর্যটক চাইলে একদিন জেল-জীবনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
জেলে থাকাকালে বন্দীদের দেওয়া হবে কয়েদিদের খাদির পোশাক, একটি স্টিলের থালা, গ্লাস , মগ, সাবান, বিছানা।অর্থাত্, জেলের বিধান অনুসারে কয়েদিদের যে সব জিনিসপত্র দেওয়া হয় সেগুলি পাবেন ‘স্বেচ্ছা বন্দী’ও। সঙ্গে থাকবে একটা ফ্যানও। এই পর্যটক ‘বন্দী’দের অবশ্য কোনও নির্দিষ্ট কাজ থাকবে না। তবে তাঁদের ব্যারাক পরিষ্কার করতে হবে। ইচ্ছে করলে তাঁরা গাছের চারাও লাগাতে পারেন।
হায়দরাবাদে নিজামের শাসনে ১৭৯৬-এ প্রধানমন্ত্রী প্রথম সালার জঙের আমলে এই জেল তৈরি করা হয়েছিল।
একদিন জেলে বন্দী থাকতে দিন ৫০০ টাকা!
ABP Ananda, web desk
Updated at:
01 Sep 2016 06:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -