মুম্বই: কোভিড ডিউটিতে কর্মরত পুলিশের ওপর হামলা। মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ৫০০০ টাকা করে অনুদান দেওয়ার শাস্তি দিল আদালত।


হামলার ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে গোভান্ডি এলাকার শিবাজি নগরে। পুলিশের একটি পেট্রোল টিম ওই এলাকায় করোনার ডিউটি করতে গিয়েছিলেন। হঠাৎই প্রায় ৩০ জন স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে ওই দলটির ওপর হামলা চালান বলে অভিযোগ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। পুলিশদের মাস্ক খুলে নেওয়ার চেষ্টা করে হয়। সেই সঙ্গে লোহার রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনায় মূল অভিযুক্ত গৌস মহম্মদ শেখ সহ আরও ৩ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ জনগণের সম্পত্তি ধ্বংস করা ও পুলিশের নির্দেশ না মানার অভিযোগ রয়েছে।

ভারতী ডাঙ্গরের সিঙ্গল জাজ বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই মামলার রায়দান করেন। প্রত্যেককে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয়, একজন নাগরিকের কর্তব্য পালনের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে দিতে হবে। তবে তখনই জামিনে খারিজ পাবেন অভিযুক্তরা। টাকা দিতে না পারলে মুক্তি দেওয়া হবে না বলেই জানিয়েছে আদালত।