ওমর আবদুল্লার থেকে মাসে ১৫লাখ টাকা খোরপোষ চাইলেন তাঁর স্ত্রী
ABP Ananda, web desk | 12 Sep 2016 07:08 AM (IST)
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার থেকে মাসে ১৫ লাখ টাকা খোরপোষ চেয়েছেন তাঁর স্ত্রী পায়েল। দিল্লির এক আদালতে এই আবেদন করেছেন তিনি। ২৭ অক্টোবরের মধ্যে ওমরের জবাব চেয়ে নোটিশ জারি করেছে আদালত। পায়েল আবদুল্লা তাঁর আবেদনে বলেছেন, স্ত্রী ও দুই সন্তানের দিকে কোনও নজর দেন না ওমর আবদুল্লা। এমনকী তাঁর বাড়িটিও যথেষ্ট বড় নয়, যেখানে তিনি ও তাঁর ২ ছেলে জেড পর্যায়ের নিরাপত্তা সহ থাকতে পারেন। এর আগে আদালত পায়েলকে ডিভোর্স দেওয়ার জন্য ওমরের আবেদন খারিজ করে দেয় আদালত। যদিও ওমর ও পায়েল বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকেন না। তাঁদের ২ ছেলে থাকে মায়ের সঙ্গে। এর আগে দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লির আকবর রোডে একটি সরকারি বাংলো ছাড়তে বাধ্য হন পায়েল। তাৎপর্যপূর্ণভাবে তার এক মাসের মধ্যেই আদালতে এই আবেদন করেছেন তিনি।