পায়েল আবদুল্লা তাঁর আবেদনে বলেছেন, স্ত্রী ও দুই সন্তানের দিকে কোনও নজর দেন না ওমর আবদুল্লা। এমনকী তাঁর বাড়িটিও যথেষ্ট বড় নয়, যেখানে তিনি ও তাঁর ২ ছেলে জেড পর্যায়ের নিরাপত্তা সহ থাকতে পারেন। এর আগে আদালত পায়েলকে ডিভোর্স দেওয়ার জন্য ওমরের আবেদন খারিজ করে দেয় আদালত। যদিও ওমর ও পায়েল বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকেন না। তাঁদের ২ ছেলে থাকে মায়ের সঙ্গে।
এর আগে দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লির আকবর রোডে একটি সরকারি বাংলো ছাড়তে বাধ্য হন পায়েল। তাৎপর্যপূর্ণভাবে তার এক মাসের মধ্যেই আদালতে এই আবেদন করেছেন তিনি।