নয়াদিল্লি: রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে মহারাষ্ট্রের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। উত্তরপ্রদেশ থেকে নাম প্রস্তাব করা হয়েছে কপিল সিব্বলের এবং কর্নাটক থেকে প্রাক্তন গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের।
এছাড়াও পঞ্জাব থেকে মনোনীত হয়েছেন অম্বিকা সোনি। আগামী বছর সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তারই প্রচার কমিটির চেয়ারপার্সন সোনি। ছত্তিশগড় থেকে নির্বাচিত ছায়া বর্মা, মধ্যপ্রদেশ থেকে অ্যাডভোকেট বিবেক তনখা এবং উত্তরাখণ্ড থেকে প্রদীপ টামটার নাম প্রস্তাব করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের ঘনিষ্ঠ বলে পরিচিতি রয়েছে টামটার।
এই প্রার্থী নাম প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।
২০১৪-র লোকসভা ভোটে প্রার্থী হননি চিদম্বরম। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তাঁর ছেলে কার্তি। সেবার পরাজিত হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে, প্রাক্তন সাংসদ ভালচন্দ্র মুঙ্গেকর। কিন্তু তাঁদের পিছনে ফেলে সে জায়গায় নাম প্রস্তাবিত হল চিদম্বরমের।
রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী চিদম্বরম, সিব্বল, রমেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2016 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -