শ্রীনগর:অমরনাথ যাত্রীদের ওপর সন্ত্রাস হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক পুলিশকর্মীকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। বর্তমানে ওই পুলিশকর্মী পিডিপি বিধায়কের গাড়ির চালক হিসেবে কাজ করছিল।

তৌসিফ আহমেদ নামের ওই পুলিশকর্মী একসময় জম্মু কাশ্মীর পুলিশের সিকিউরিটি উইংয়ে কর্মরত ছিল। কিন্তু ৭ মাস আগে তৌসিফকে নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে পিডিপি বিধায়ক ইজাজ আহমেদ মিরের গাড়িরচালক হিসেবে নিয়োগ করা হয়।

দুদিন আগে দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আইজিপি মুনির খান জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে তৌসিফ তাদের সঙ্গে সবধরনের সহযোগিতা করেছে। পরে অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনায় তার যোগ থাকতে পারে সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ।

তবে তৌসিফ সরাসরি অমরনাথ হামলার সঙ্গে যুক্ত কিনা সেটা আজ দিনের শেষে বোঝা যাবে।

এদিকে অমরনাথ যাত্রীদের ওপর হামলার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তদন্তে ছয় সদস্য বিশিষ্ট বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জম্মু কাশ্মীর পুলিশ।

গত ১০ জুলাই একটি বাসের মধ্যে থাকা অমরনাথ যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিদের একটি দল। ঘটনায় মৃত্যু হয় সাতজনের, আহত ২১।