নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। আজ সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে এ কথাই বললেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেনা প্রধান বলেছেন, যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই শহিদদের অভিবাদন। আমাদের বাহিনীর শৌর্য তাঁদের জন্যই। তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা দিবসে সৈন্যদের সাহসিকতাকে অভিবাদন জানিয়েছেন। ট্যুইট মারফত্ প্রধানমন্ত্রী লিখেছেন, সেনা দিবসে সমস্ত সেনা, প্রাক্তন সমরকর্মী ও তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষাই হোক, বা প্রাকৃতিক বিপর্যয়ে নাগরিকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ভারতীয় সেনাবাহিনী সর্বদাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।