জয়পুর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব নয় বলে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পাকিস্তানের কাজকর্ম দেখে একবারও মনে হয় না যে, তারা সত্যিই শান্তি চায়।
ভারত-পাক সীমান্তের কাছে ওয়েস্টার্ন সেক্টরে থর মরভূমিতে সাউদার্ন কম্যান্ডের হামেশা বিজয়ী মহড়া পরিদর্শনে গিয়েছিলেন রাওয়াত। তিনি বলেছেন, প্রথমে পাকিস্তানকে জঙ্গিদের মদত বন্ধ করতে হবে। তাহলেই বলার সময় আসবে যে, এবার শান্তি আলোচনায় বসা হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাওয়াত বলেছেন, আমরাও সুসম্পর্ক চাই। কিন্তু তারা যে কাজকর্ম করছে এবং জম্মু ও কাশ্মীরে যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, তাতে মনে হয় না যে, পাকিস্তান প্রকৃতপক্ষেই শান্তি চায়।
সেনাপ্রধান বলেছেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালাচ্ছে সেনা, আধা সেনা ও রাজ্য পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেছিলেন যে, ভারতও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। কিন্তু এজন্য পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ভারতের উদ্বেগের বিষয়টি অনুধাবন করতে হবে পাকিস্তানকে।
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারতের সঙ্গে শান্তি স্থাপনের পক্ষে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে পাক সরকারের যে কোনও উদ্যোগকে তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন বাজওয়া।
গত মঙ্গলবার পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেন বাজওয়া।