অরুণাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2016 07:41 AM (IST)
ইটানগর: অরুণাচল প্রদেশের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু। ৩৭ বছর বয়সি পেমা অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর পুত্র। তিনিই উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন চাউনা মিন। সুপ্রিম কোর্টের রায়ে অরুণাচলে কংগ্রেস সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই রাজনৈতিক নাটক চলছে। শনিবার বিধানসভায় আস্থাভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে সংখ্যালঘু হয়ে পড়া সরকার বাঁচানোর মরিয়া চেষ্টায় মুখ্যমন্ত্রী নবাম টুকিকে সরিয়ে দেয় কংগ্রেস। তাঁর জায়গায় নিয়ে আসা হয় পেমাকে। মুখ্যমন্ত্রী বদলের সঙ্গে সঙ্গে আগের রাগ ভুলে দলে ফিরে এসেছেন বিদ্রোহী নেতা কালিখো পুল এবং অন্য ৩০ জন বিদ্রোহী বিধায়ক। বিদ্রোহী বিধায়করা সমেত মোট ৪৪ জন কংগ্রেস বিধায়ক দলে ফিরে আসায় সরকারের পক্ষে আস্থাভোটে জিততে কোনও সমস্যা না হওয়ারই কথা।