নয়াদিল্লি: এবার থেকে কেন্দ্রীয় সরকারি ভবনের সীমানার মধ্যে প্রকাশ্যে মূত্র ত্যাগ করলে এবং থুতু ফেললেই জরিমানা দিতে হবে। কেন্দ্রীয় সরকার এমনই নির্দেশিকা জারি করেছে। ‘স্বচ্ছ ভারত মিশন’-অনুসারে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সুস্থ কর্ম পরিবেশ বজায় রাখার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই সব মন্ত্রকে পরিচ্ছন্নতা সংক্রান্ত এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। দফতরগুলিকে পরিষ্কার রাখার জন্য এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মূত্র ত্যাগ এবং থুতু ফেলার জন্যই নয়, সরকারি ভবনে কংক্রিটের স্তুপ এবং জঞ্জাল পড়ে থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের জরিমানা দিতে হবে।
পরিচ্ছন্নতা সংক্রান্ত এই নির্দেশিকা মেনে চলা হচ্ছে কি না সেটা দেখার জন্য সব দফতরের যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। এই কমিটিই পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ দেখাশোনা করবে, নিয়মিত পরিদর্শন করবে এবং তথ্য সংগ্রহ করবে।
সরকারি ভবনগুলির দেওয়াল থেকে পান ও গুটখার পিকের দাগ মুছে ফেলার জন্য সব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যথেষ্ট ময়লা ফেলার বাক্স রাখতে হবে এবং শৌচালয়ের সংখ্যা বাড়াতে হবে। দফতরগুলি কতটা পরিচ্ছন্ন থাকছে তা নিজেদেরই নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারি ভবন চত্ত্বরে প্রকাশ্যে মূত্র ত্যাগ, থুতু ফেললে জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2016 03:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -