নয়াদিল্লি: আগামীকাল ৬৬-তে পদার্পণ করছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যেহেতু নিজে প্রযুক্তিপ্রেমী, তাই কাল তাঁকে যাতে আমজনতা জন্মদিনের শুভেচ্ছো, অভিনন্দন জানাতে পারেন, সেজন্য বিশেষ প্রযুক্তিরই ব্যবস্থা করা হয়েছে। নরেন্দ্র মোদী অ্যাপের একটি বিশেষ বিভাগকে কাজে লাগিয়ে সরাসরি তাঁকে অভিনন্দন পাঠানো যাবে।
সূত্রের খবর, ওই অ্যাপের মাধ্যমে একটি গ্রিটিং কার্ডের আকারে মোদীকে শুভেচ্ছা পাঠাতে পারবেন অনুরাগীরা। এমনকী কার্ডটি তৈরি করার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের ছবিও জুড়ে দেওয়া যাবে। কার্ডটি পাঠানো হয়ে গেলে যিনি পাঠালেন, তিনি একটি পার্সনালাইজড ভিডিও পাবেন। সেটি শেয়ার করা যাবে। অভিনব স্যুভেনিরের মতোই হবে সেটি।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে উদ্দেশ্য করে দেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন বার্তা পাঠানো যাবে, শপথও নেওয়া যাবে।
বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষজন মোদী সম্পর্কে তাঁদের ভাবনাচিন্তা, মন্তব্য, শুভেচ্ছাবার্তাও পাঠাচ্ছেন বলে খবর সূত্রটির।
জানা গিয়েছে, নানা সময়ে যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, তাঁরাও ব্যক্তিগত উপলব্ধির কথা উল্লেখ করেছেন, যাতে তাঁর ‘নেতৃত্বদানের ক্ষমতা, খুঁটিনাটি তথ্যের প্রতি কৌতূহল ও নিবিষ্ট শ্রোতার ভূমিকার’ কথা বলা হয়েছে। অনেকে তাঁকে চিঠি লিখে স্বচ্ছ ভারত, মেক-ইন-ইন্ডিয়া, বেটি বাঁচাও, বেটি পড়াও-এর মতো সরকারি কর্মসূচি কীভাবে অভূতপূর্ব বদল এনেছে, তা উল্লেখ করেছেন।
কাল মোদী ৬৬, অ্যাপের মাধ্যমে শুভেচ্ছা জানানো যাবে
web desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 08:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -