নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার উড়ানে বিলম্ব হওয়ার জের, ক্রু মেম্বারদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠল কয়েকজন যাত্রীর বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, তাঁরা উত্তেজিত হয়ে ককপিটে ঢোকারও চেষ্টা করেন। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছেন, ‘২ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল এ আই ৮৬৫ উড়ানের। সকাল ৯.১৫ মিনিটে বিমানে চড়ে বসেন যাত্রীরা। সকাল ১০টায় ট্যাক্সিওয়ে ছেড়ে যায় বিমানটি। কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ১০ মিনিট পরে ফিরে আসে বিমানটি। যান্ত্রিক ত্রুটি দূর করা সম্ভব না হওয়ায় দুপুর ২.২০ মিনিটে যাত্রীদের নেমে যেতে বলা হয়। সন্ধে ৬টায় অন্য একটি উড়ানে তাঁদের মুম্বই পাঠানো হয়। উড়ানে আট ঘণ্টা বিলম্ব হয়। এরই মধ্যে ক্রু মেম্বারদের সঙ্গে যাত্রীদের খারাপ ব্যবহারের ভিডিও সামনে এসেছে। এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।’