নয়াদিল্লি: দেশের একাধিক রাজ্যে এটিএম, ব্যাঙ্কে নগদ নোটের আকালের প্রেক্ষাপটে মোদী সরকারকে নিশানা করলেন সীতারাম ইয়েচুরি। সিপিএম সাধারণ সম্পাদক একগুচ্ছ ট্যুইট করে বলেছেন, মানুষ এর ফলে ভুগছে, একমাত্র বিজেপিই নগদের জোরে ফুলেফেঁপে উঠছে!
২০১৬-র নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক বড় অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্তে সন্ত্রাসবাদ, দুর্নীতি বা জাল নোটের বিপদ, কোনও কিছুই বন্ধ হয়নি, কিন্তু ভারতীয় অর্থনীতিতে বড় আঘাত লেগেছে বলে দাবি করেন তিনি।



ইয়েচুরি বলেন, এই সরকার এখনও বাতিল হওয়া নোট পুরো গোনা শেষ করতে পারল না, কিন্তু আমাদের আশ্বাস দিয়ে ভরসা করতে বলছে যে, নগদের কোনও অভাব নেই। নোট বাতিলের বিপর্যয়ের পর বারবার গোলপোস্ট, সময়সীমা বদলেছে। তাই মোদী সরকারকে আর লোকে বিশ্বাস করে না। ২০১৬-র নভেম্বরে এটিএমগুলি ফাঁকা হয়ে গিয়েছিল। আজও তাই। একমাত্র যে দলটা নগদের পাহাড়ে রয়েছে, তারা বিজেপি। লোকে কষ্ট পাচ্ছে। দেশ এখনও বিমুদ্রাকরণের মধ্যরাতের ফরমানের মূল্য দিচ্ছে। মোদীর আমলে প্রতিষ্ঠানের ক্ষতির ফলে সাধারণ ভারতবাসী বিরাট সমস্যায় পড়েছেন।







অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, বিহার ও ভোটমুখী কর্নাটকে এটিএমে নগদ টাকা মিলছে না বলে খবর। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, গত তিন মাসে নগদ টাকার চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলেই এই অবস্থা। তবে এই ঘাটতি সাময়িক, দ্রুত পরিস্থিতির মোকাবিলা হচ্ছে। বাজারে প্রয়োজনের তুলনায় বেশি নগদ রয়েছে।