নয়াদিল্লি: বিরোধীরা লোকসভায় তাঁকে বলতে দিচ্ছে না, তাই তিনি বাধ্য হয়ে জনসভায় নিজের কথা বলছেন, নরেন্দ্র মোদীর এই অভিযোগের জবাবে পাল্টা কটাক্ষ করে তাঁকে চ্যালেঞ্জ জানালেন রাহুল গাঁধী। ট্যুইট করে রাহুল বলেছেন, মোদীজী, লোকে আপনার স্বগতোক্তি শুনতে শুনতে ক্লান্ত। আপনাকে আমি সততার সঙ্গে সংসদে এসে আমাদের প্রশ্নের জবাব দিতে আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নোট বাতিল নিয়ে সংসদকে এড়ানোর অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। সেই আক্রমণের জবাব দিতেই শনিবার গুজরাতের বানসকান্থায় কৃষক সমাবেশে মোদী বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন, তাঁদের উচিত এটাও মানুষকে বলা যে, তাঁদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, মোবাইল ব্যাঙ্কিং করুন তাঁরা।  পাশাপাশি এও বলেন, বিরোধীরা লোকসভায় কথা বলতে দিচ্ছে না, তাই জনসভায় বলছি, তবে সুযোগ পেলে ১২৫ কোটি মানুষের কণ্ঠস্বরকে লোকসভায় তুলে ধরব। রাহুলের পাশাপাশি  কংগ্রেস নেতা আনন্দ শর্মাও মোদীর তাঁকে বিরোধীরা বলতে  দিচ্ছে না, এই অভিযোগ খারিজ করে দেন।