বালিয়া: ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। বৈরিয়ার সাংসদ বলেছেন, যাঁরা 'ভারত মাতা কি জয়' বলেন না, তাঁরা পাকিস্তানি।
গতকাল একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিংহ বলেন, 'ভারত মাতা কি জয়' উচ্চারণে যাঁদের আপত্তি রয়েছে তাঁরা পাকিস্তানি।
বিজেপির এই বিধায়কের এ ধরনের বক্তব্য এই প্রথম নয়। এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
গতমাসেই বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার বলেছিলেন, ধর্মের নামে মুসলিমরাই দেশ ভাগ করেছে। তাই তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।