ভেলোর: ত্রিপুরায় বিজেপির জয়ের পর ভাঙা হয়েছিল রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মূর্তি। এবার মঙ্গলবার রাতে তামিলনাড়ুর ভেলোর জেলায় প্রখ্যাত সমাজ সংস্কারক ও দ্রাবিড়ীয় আন্দোলনের প্রতিষ্ঠাতা ই ভি রামস্বামী 'পেরিয়ার' মূর্তিতে ভাঙচুর চালানো হল। পুলিশের দাবি, দুই মদ্যপ এই কাজ করেছে। যদিও বিজেপির এক নেতার একটি ফেসবুক পোস্টের পর এই ঘটনা ঘটায় তামিলনাড়ুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ওই বিজেপি নেতা ত্রিপুরায় লেনিনের মূর্তি ভেঙে ফেলার পর এবার পেরিয়ারের মূর্তি পরবর্তী লক্ষ্য বলে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর ফেসবুক পোস্টে।
জেলার এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়য়েছেন, পেরিয়ারের মূর্তিতে ভাঙচুর চালানোর ঘটনায় মুথুরামন ও ফ্রান্সিস নামে দুজনকে চিহ্নিত করা হয়েছে। ওই দুজন মত্ত অবস্থায় তিরুপাত্তুরের ওই আবক্ষমূর্তি ক্ষতিগ্রস্ত করে বলে পুলিশের দাবি। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মুথুরামন বিজেপি কর্মী এবং ফ্রান্সিস সিপিআই সমর্থক বলে সন্দেহে।
এর আগে গতকাল বিজেপি নেতা এইচ রাজা একটি ফেসবুক পোস্টে লেখেন, 'লেনিন কে এবং ভারতের সঙ্গে লেনিনের সম্পর্ক কি? আজ ত্রিপুরায় লেনিনের মূর্তি হঠানো হয়েছ। আগামীকাল তামিলনাড়ুতে ইভি রামস্বামীর ক্ষেত্রেও তাই করা হবে'।
এই পোস্টটি অবশ্য কিছুক্ষণ পরেই সরিয়ে দেওয়া হয়। এ ধরনের পোস্টের সমালোচনায় সরব হয় রাজ্যের রাজনৈতিক দলগুলি। ডিএমকে, এমডিএমকে এবং বামদলগুলি রাজার ফেসবুক পোস্টের তীব্র সমালোচনা করেন। ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন গুণ্ডা আইনের আওতায় বিজেপির জাতীয় সম্পাদক রাজার গ্রেফতারের দাবি তোলেন।
যুক্তিবাদী রামস্বামী তামিলনাড়ুতে অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁকে পেরিয়ার বলেই ডাকা হয়। দ্রাবিড় আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। তিনি রাজ্যে আত্ম-মর্যাদার আন্দোলনের সূচনা করেছিলেন।
রাজার ওই পোস্ট সম্পর্কে কোনও দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে গিয়েছে বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজার ব্যক্তিগত অভিমত।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস বলেছেন, বিজেপি নেতৃত্বের দরিদ্র-বিরোধী এবং দলিত-বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, 'বিজেপি নেতৃত্বের বদ্ধমূল দরিদ্র-বিরোধী এবং দলিত-বিরোধী এবং মহিলা-বিরোধী মনোভাবের আরও একবার বহিঃপ্রকাশ ঘটল। বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা পেরিয়ার সম্পর্কে অশালীন কথা বলেছেন এবং তাঁর মূর্তি ধ্বংসের কথা বলেছেন। বিজেপি নেতারা ভেলোরে পেরিয়ারের মূর্তিতে ভাঙচুর চালিয়েছে। এ ধরনের বিদ্বেষ গ্রহণযোগ্য নয়'।