নয়াদিল্লি:  মুম্বই থেকে দিল্লিগামী জেটের বিমানের শৌচাগারে মেলা হুমকি চিঠি ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার বিমানে চড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। উড়ান নিষিদ্ধর তালিকায় ঢুকবে তার নাম।এছাড়াও নেওয়া হবে অন্যান্য আইনি ব্যবস্থাও। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু এ কথা জানিয়েছেন।


বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ওই হুমকি চিঠির জেরে আহমেদাবাদ বন্দরে ১২২ জন যাত্রী সহ জরুরি অবতরণ করে ৯ ডব্লু ৩৩৯ বিমানটি।

মন্ত্রী ট্যুইটারের মাধ্যমে জানিয়েছেন, ওই ঘটনায় জড়িতকে চিহ্নিত করা হয়েছে। যদিও তিনি ওই ব্যক্তির পরিচয় জানাননি।





মন্ত্রী বলেছেন, বিমান পরিবহণ সংস্থাকে এই যাত্রীকে নো-ফ্লাই তালিকায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নেওয়া হবে অন্যান্য আইনি ব্যবস্থাও।





উল্লেখ্য, বিমানের এক কর্মী শৌচাগারে কাগজে ছাপা হুমকি চিঠি দেখতে পান। তাতে বলা হয়, বিমানের মালপত্র রাখার জায়গায় রয়েছে বোমা।

সঙ্গে সঙ্গে বিমানটি আহমেদাবাদে জরুরি অবতরণ করে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।