লোয়ার মৃত্যু সংক্রান্ত সব নথি ৭ দিনে পিটিশনারদের হাতে তুলে দিতে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ, ওদের সব জানা উচিত, বলল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda | 16 Jan 2018 07:57 PM (IST)
নয়াদিল্লি: বিশেষ সিবিআই বিচারক বি এইচ লোয়ার মৃত্যু সংক্রান্ত যত নথি তারা জমা দিয়েছে, সব তাঁর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করা পিটিশনারদের হাতে তুলে দিতে হবে। মহারাষ্ট্র সরকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত শুক্রবার সর্বোচ্চ আদালতের চার সিনিয়র বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে যে যে কারণে নজিরবিহীন ভাবে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ জানান, তার অন্যতম লোয়ার মৃত্যুসংক্রান্ত মামলাটি। আজ বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এমএম স্বান্তনাগাওদারের বেঞ্চে সেটি শুনানির জন্য ওঠে। লোয়া সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলা শুনছিলেন, যাতে অভিযুক্তদের অন্যতম ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। নাগপুরে সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আকস্মিক হৃদরোগে তাঁর মৃত্যু হয় ২০১৪-র ১ ডিসেম্বর। গত বছর নভেম্বরে হঠাত্ এক মিডিয়া রিপোর্টে লোয়ার বোনকে উদ্ধৃত করে লোয়ার মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়, এতে রহস্য আছে, সন্দেহজনক পরিস্থিতিতে তিনি মারা গিয়েছেন বলে দাবি করা হয়, সোহরাবুদ্দিন মামলার সঙ্গে তাঁর মৃত্যুর যোগসূত্র আছে কিনা, সেই প্রশ্নও ওঠে। যদিও লোয়ার ছেলে গত ১৪ জানুয়ারি মুম্বইয়ে তাঁর বাবার স্বাভাবিক মৃত্যুই হয়েছে, কোনও সংশয়ই নেই বলে জানিয়ে দেন। আজ শুনানির শুরুতেই মহারাষ্ট্র সরকারের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে লোয়ার মেডিকেল ও ময়না তদন্তের রিপোর্ট সমেত একাধিক নথি সিল করা খামে বেঞ্চে পেশ করে বলেন, এর মধ্যে বেশ কিছু গোপন নথিপত্র আছে, যা প্রকাশ্যে আনা উচিত নয়। তবে পিটিশনারদের কৌঁসুলি সব নথির প্রতিলিপি তাঁদের দেওয়া উচিত বলে সওয়াল করেন। বেঞ্চ বলে, এটা এমন বিষয় যেখানে ওদের সব জানা উচিত। সালভে বলেন, নথিগুলি পিটিশনারদের দেওয়া যেতে পারে, তবে তাঁরা অবশ্যই তার গোপনীয়তা বজায় রাখবেন, বাইরে আনবেন না। পিটিশনারদের আইনজীবী জানান, তাঁরা কোনও নথিই প্রকাশ্যে আনবেন না। সাতদিনের মধ্যে সব নথি তাঁদের দিতে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেয় বেঞ্চ। শেষ পর্যন্ত কোনও দিনের উল্লেখ না করেই এদিনের মতো শুনানি বন্ধ করে দেয় বেঞ্চ, জানায় সপ্তাহখানেক বাদে পরবর্তী শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হবে। লোয়ার মৃত্যু রহস্যজনক দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবিতে দুটি পৃথক পিটিশনের শুনানি করছে শীর্ষ আদালত। একটি মহারাষ্ট্রের সাংবাদিক বি আর লোনের, অপরটি কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার। সুপ্রিম কোর্ট আগেই লোয়ার মৃত্যুর বিষয়টিকে 'গুরুতর' বলে জানায়, মহারাষ্ট্র সরকারের কাছে এ ব্যাপারে যাবতীয় রিপোর্ট চায়। লোয়ার মৃত্যুর তদন্তের দাবিতে ৮ জানুয়ারি বম্বে হাইকোর্টেও জনস্বার্থ পিটিশন দায়ের করে বম্বে লইয়ার্স অ্যাসোসিয়েশন। এদিকে বিশেষ সিবিআই বিচারক বি এইচ লোয়ার হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে বলে জানাল নাগপুর পুলিশ। পুলিশ লোয়ার মৃত্যুর বিস্তারিত তদন্ত চালিয়ে পোস্ট মর্টেম, ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে এই সিদ্ধান্তেই এসেছে বলে জানিয়েছেন নাগপুর পুলিশের যুগ্ম কমিশনার শিবাজী বোড়খে। তিনি বলেন, নাগপুর পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে নিশ্চিত, বি এইচ লোয়ার মৃত্যু হয়েছে হৃদরোগে। ময়নাতদন্ত, ফরেনসিক রিপোর্টও তাই বলছে।