পদ্মাবত: কর্নাটকে সিনেমা হলের ওপর ছোঁড়া হল পেট্রোল বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2018 11:31 AM (IST)
বেলাগাভি: কর্নাটকের বেলাগাভিতে একটি সিনেমাহলের ওপর পেট্রোল বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। হলটিতে পদ্মাবত দেখানো হচ্ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। সিনেমাহলটির নাম প্রকাশ। গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে একটি বোতল ভর্তি পেট্রোল হলের সামনে ছুঁড়ে দেয় বলে অভিযোগ। তা ফাটে বিশাল শব্দ করে। হলের ভেতর দর্শকরা তাতে আতঙ্কিত হয়ে পড়েন। বিতর্কিত এই ছবিতে রানি পদ্মিনীর অসম্মান করা হয়েছে দাবি তুলে কার্ণি সেনা নামে একটি রাজপুত সংগঠন গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। রাজস্থান, মধ্য প্রদেশের মত বেশ কয়েকটি রাজ্যের মাল্টিপ্লেক্সে ছবিটি দেখানো হচ্ছে না। দেশের বিভিন্ন জায়গা থেকে পদ্মাবত প্রদর্শন নিয়ে অশান্তির খবর এসেছে।