কোয়েম্বাত্তুর: তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে আজ ভোরবেলা বিজেপি-র একটি দফতরে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতা-হত হননি। ভোর চারটে নাগাদ বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী বিজেপি দফতর লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা ছোড়ে। একটি বোমা গিয়ে লাগে বিজেপি দফতরের পাশেই অন্ধ্র প্রদেশ পর্যটন দফতরের বোর্ডে। অন্য একটি বোমা রাস্তায় পড়ে। এই ঘটনায় তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা এবং দ্রাবিড় নেতা পেরিয়ার সম্পর্কে বিজেপি জাতীয় সম্পাদক এইচ রাজার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি দফতরে হামলা বলে মনে করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তিনটি বিশেষ দল গঠন করা হয়। তবে তার আগেই তিনজন আত্মসমর্পণ করে। তাদের নাম বালন, জীবনান্থম ও গৌতম। তারা থানথাই পেরিয়ার দ্রাবিড় কাজাগম সংগঠনের সদস্য। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর কয়ার বোর্ডের চেয়ারম্যান ও বিজেপি জাতীয় সম্পাদক সি পি রাধাকৃষ্ণণ বলেছেন, আদর্শের মাধ্যমেই অপর একটি আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হয়। তবে যখন হিন্দু দেব-দেবীদের মূর্তি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বা জুতোর মালা পরানো হয়, তখন কেউ প্রতিবাদ করেন না। কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণ ঠিকই বলেছেন। আজকের ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে, তামিলনাড়ু সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। বিজেপি দফতরে হামলার পিছনে কোন নেটওয়ার্ক আছে, সেটা পুলিশকে খুঁজে বার করতে হবে।
কোয়েম্বাত্তুরে বিজেপি অফিসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় তিনজনের আত্মসমর্পণ
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2018 05:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -