নয়াদিল্লি: বাড়ল পেট্রোল, কমল ডিজেল।
১৫ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোলের দাম। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী, লিটার পিছু পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম কমেছে লিটারে ১২ পয়সা। নতুন দাম বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে।
এর আগে, গত ১৬ নভেম্বর পেট্রোলের দাম লিটারে ১.৪৬ টাকা বেড়েছিল। ডিজেলের দাম লিটারে ১.৫৩ টাকা বেড়েছিল। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এবং মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্যের ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে।