নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। এ নিয়ে টানা ১১ দিন। গতকালের তুলনায় ২৯ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৮০ টাকা ১২ পয়সা। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে আজ শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৮ পয়সা।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, এইভাবে দাম বাড়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র, শিগগিরই এর সমাধান বার হবে।
কলকাতায় পেট্রোলের দাম ৮০ ছাড়ালেও দিল্লিতে পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম, লিটার পিছু ৭৭ টাকা ৪৭ পয়সা। আবার মুম্বইতে দাম কিছুটা বেশি, ৮৪ টাকা ৯৯ পয়সা। চেন্নাইতে ৮০ টাকা ১১ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম ৬৮ টাকা ৫৩ পয়সা, কলকাতায় ৭১ টাকা ৮ পয়সা, মুম্বইতে ৭২ টাকা ৯৬ পয়সা ও চেন্নাইতে ৭২ টাকা ৩৫ পয়সা। এইভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জের তরিতরকারি, সরকারি বেসরকারি পরিবহণ ব্যবস্থা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর পড়তে পারে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। ভোপাল ও গুয়াহাটিতে কাল রাস্তা আটকে চলে বিক্ষোভ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের ইতিহাসে পেট্রোপণ্যের দাম এতটা কখনও বাড়েনি। মনমোহন সিংহের আমলে পেট্রোলের দাম সর্বাধিক ওঠে ৭৬ টাকা প্রতি লিটার। গত ৪ বছরে নরেন্দ্র মোদী সরকার ৯ বার আবগারি শুল্ক বাড়িয়েছে, এতে সরকারি কোষাগারে ঢুকেছে ৩ লাখ ১০ হাজার কোটিরও বেশি টাকা।
দাম কমার লক্ষণ নেই এখনও, আজ আবার বাড়ল পেট্রোল, ডিজেলের মূল্য
ABP Ananda, Web Desk
Updated at:
24 May 2018 08:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -