নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ১৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়া বন্ধ ছিল। আজ ফের বাড়ানো হল দাম। পেট্রোল ১৭ পয়সা ও ডিজেল ২১ পয়সা বেড়েছে। এর ফলে ৫৬ মাসের মধ্যে পেট্রোলের দাম সর্বোচ্চ হয়ে গেল। ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল শেষবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। এরপর থেকেই দাম বাড়ানো বন্ধ করে দেওয়া হয়।


ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। যদিও কর্ণাটকে নির্বাচনের আগে কেন্দ্রের শাসক দল বিজেপি-র সুবিধা করে দেওয়ার জন্যই দাম বাড়ানো বন্ধ রাখার কথা মানতে নারাজ তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিংহ দাবি করেছেন, গ্রাহকরা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেই কারণেই সাময়িকভাবে দাম বাড়ানো স্থগিত রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে পেট্রোল ও ডিজেলের দাম এক টাকা না বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।