নয়াদিল্লি: ১৪ দিন অন্তর পেট্রোল ও ডিজেলের দাম বদলের প্রক্রিয়া আজই শেষ হচ্ছে। কাল থেকে রোজ বদলাবে দাম। আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী রোজ সকাল ৬টায় নির্ধারিত হবে নয়া দাম। তার আগে আজ পেট্রোল ও ডিজেলের দাম কমল। পেট্রোলের দাম কমল লিটারপ্রতি ১.১২ টাকা এবং ডিজেলের দাম কমল লিটারপ্রতি ১.২৪ টাকা।
রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ পেট্রোল ও ডিজেলের যে দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছে, তাতে ভ্যাট ধরা হয়নি। ভ্যাট যুক্ত হওয়ার পর বিভিন্ন রাজ্যে দামের বদল হবে। এর আগে এ মাসের ১ তারিখ পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১.২৩ টাকা এবং ০.৮৯ টাকা বেড়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বাড়ায় পেট্রোল ও ডিজেলের দাম কমানো হল।
দাম কমল পেট্রোল, ডিজেলের, কাল থেকে রোজ বদলাবে
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jun 2017 08:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -