নয়াদিল্লি: ফের দাম কমল পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম কমল লিটার প্রতি ১ টাকা ৪২ পয়সা। ডিজেলের দাম কমল লিটারপ্রতি ২ টাকা ১ পয়সা। নতুন দাম রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে।


এদিন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য হ্রাস এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দর বাড়ার ফলেই দাম কমেছে। চলতি মাসে এই নিয়ে তিনবার পেট্রোল-ডিজেলের দাম কমল।

এর আগে গত ১৬ জুলাই পেট্রোল ও ডিজেলের দাম লিটার যথাক্রমে ২.২৫ টাকা এবং ৪২ পয়সা কমেছিল। তার আগে ১ জুলাই এই দুই জ্বালানির দাম যথাক্রমে লিটারে ৮৯ পয়সা এবং ৪৯ পয়সা করে কমেছিল।

তার আগে অবশ্য মার্চ মাস থেকেই একবার ব্যথিত প্রতিবার এই দুই জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।