নয়াদিল্লি: গাড়ির জ্বালানির ওপর শুল্ক কমার ফলে কমল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম কমেছে লিটারে ২.৫০ টাকা। ডিজেল কমেছে লিটারে ২.২৫ টাকা।


গত তিনমাস ধরে আন্তর্জাতিক বাজারে লাগাতার অশোধিত তেলের দাম কমার ফলে মঙ্গলবার, লিটারে ২ টাকা হারে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।


এদিন দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, শোধনাগারে অশোধিত তেল থেকে পেট্রোল ও ডিজেল তৈরির ওপর চাপে শুল্ক। এরপর সেই শোধনের খরচ, শুল্ক এবং ডিলারদের দেওয়া কমিশনের ওপর চাপে সেলস ট্যাক্স বা ভ্যাট।


গত ৪ জুলাই থেকে ক্রমাগত বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শুল্ক কমার ফলে, সেই বৃদ্ধির গতি কিছুটা থমকে গিয়েছে। গতকাল কেন্দ্র জানিয়েছিল, এই শুল্ক ছাড়ের ফলে, সরকারের বার্ষিক রাজস্ব কমবে ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে, চলতি আর্থিক বছরের বাকিটা সময়ে সরকারের ক্ষতি হবে ১৩ হাজার কোটি টাকা।