নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ১৬ এপ্রিল পেট্রোলে লিটারপ্রতি ৭৪ পয়সা এবং ডিজেলে ১.৩০ টাকা দাম কমেছিল। কিন্তু শনিবার পেট্রোলের দাম ১.০৬ টাকা এবং ডিজেলের দাম ২.৯৪ টাকা বেড়ে গেল। মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে এই দাম।


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোল ও ডিজেল সংক্রান্ত বিভিন্ন পণ্যের দাম এবং মার্কিন ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বেড়ে যাওয়ার জন্যই পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর নজর রাখা হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে দর এবং মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য দেখেই ভবিষ্যতে দাম ঠিক করা হবে।