নয়াদিল্লি: ফের মহার্ঘ হল পেট্রোল ও ডিজেল। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল পেট্রোপণ্যের। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, পেট্রোলের দাম লিটারে ৪২ পয়সা বাড়ল। অন্যদিকে, ডিজেলের দাম লিটারে ১.০৩ টাকা বেড়েছে। নতুন দাম রবিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বাড়ার ফলেই এই দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল লিটারপ্রতি ৭৩.৬৬ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হল লিটারপ্রতি ৬১.২৭ টাকা।
এর আগে গত ১ জানুয়ারি লিটারে ১.২৯ টাকা দাম বেড়েছিল পেট্রোলের। ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ৯৭ পয়সা।
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2017 10:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -