নয়াদিল্লি: গত ১ মে থেকে ৬ সপ্তাহে এই নিয়ে চারবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম। বুধবার লিটারে ৫ পয়সা বাড়ল পেট্রলের দাম। ডিজেলের দাম বাড়ছে লিটারে ১টাকা ২৬ পয়সা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। ইন্ডিয়ান অয়েল এ কথা জানিয়েছে।


শেষ দুটি জ্বালানি পণ্যের দাম বেড়েছিল ১ জুন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলে ৫০ মার্কিন ডলার বেড়ে যাওয়ার ফলস্বরূপ দেশের বাজারে পেট্রলের দাম বাড়ে লিটারে ২ টাকা ৫৮ পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় প্রতি লিটার ২ টাকা ২৬ পয়সা।

সামগ্রিক ভাবে চারবারের বৃদ্ধির ধাক্কায় পেট্রলের দাম বেড়েছে লিটারে ৪ টাকা ৫২ পয়সা। ডিজেলের বেড়েছে অনেক বেশি, লিটারে ৭.৭২ টাকা।

এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল বলেছে, পেট্রল ও ডিজেলের আন্তর্জাতিক বাজারে দামের বর্তমান স্তর এবং টাকা ও ডলারের বিনিময় হারের জেরে দুটি পেট্রপণ্যের বিক্রয়মূল্য বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তারই ধাক্কা পড়ছে গ্রাহকদের ওপর।

মাঝে একবার, শুধু ১৬ এপ্রিল লিটারে ৭৪ পয়সা কমেছিল পেট্রলের দাম, ডিজেলের দাম কমানো হয়েছিল লিটারে ১.৩০ টাকা। তারপর ১৭ মার্চ থেকে ক্রমশ ঊধ্বর্মুখী দুটি জ্বালানির দাম।