বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
Web Desk, ABP Ananda | 16 Apr 2017 12:14 AM (IST)
নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ১.৩৯ টাকা এবং ডিজেলের দাম বাড়ল ১.০৪ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর নয়া দাম। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে, ১ মে থেকে আন্তর্জাতিক বাজারের দাম অনুসারে রোজ পেট্রোল ও ডিজেলের দাম বদলে যাবে। তবে তার আগেই আজ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হল।