নয়াদিল্লি: শুক্রবার ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার করে নিল ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট। পেট্রোলিয়াম পণ্যকে জিএসটি-র আওতায় আনা, আর্থিক চাহিদা পূরণ সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হলে ২৭ তারিখ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিতেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল।

সর্বভারতীয় পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় বনসল বলেছেন, ‘তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিরেক্টর মার্কেটিং আমাদের ধর্মঘটের পথে না হাঁটার অনুরোধ জানান। সেই আবেদনের ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’

বনসল অনুরোধের কথা বললেও, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি অবশ্য স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিংহ বলেন, প্রস্তাবিত ধর্মঘট পুরোপুরি অন্যায্য। পেট্রোলিয়াম ডিলারদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই তাঁদের কমিশনও বাড়ানো হয়েছে। তেল সংস্থাগুলির কাছ থেকে টাকা পেয়েও কর্মীদের ন্যুনতম বেতন না দেওয়া মেনে নেওয়া যায় না। এরপরেই আজ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা জানালেন বনসল।