দাম কমল পেট্রোল, ডিজেলের
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 09:18 AM (IST)
নয়াদিল্লি: দাম কমল পেট্রোল, জিজেলের। পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১ টাকা এবং ডিজেলের ২ টাকা প্রতি লিটার। গতকাল মাঝরাত থেকে চালু হয়েছে নতুন দাম। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৬০.০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১.০৯ লিটার। ডিজেলের দাম লিটার পিছু ৫০.২৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৫২.২৭ টাকা। জুলাই মাস থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ৪ বার দাম কমল পেট্রোল, ডিজেলের। এর আগে ১ জুলাই দাম পড়েছিল পেট্রোল, ডিজেলের। পেট্রোলের দাম কমেছিল ১.৪২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কমেছিল ২.০১ টাকা প্রতি লিটার।