নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম। ডিলারদের কমিশন বৃদ্ধির জেরে গত ৫ অক্টোবর পেট্রল ও ডিজেলের দাম বেড়েছিল লিটারপিছু যথাক্রমে ১৪ পয়সা ও ১০ পয়সা। তারপর আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কায় শনিবার লিটারে ১ টাকা ৩৪ পয়সা বাড়ল পেট্রলের দাম, ডিজেলের দাম বাড়ছে লিটারে ২ টাকা ৩৭ পয়সা। রাজ্যগুলির নিজস্ব লেভি এর মধ্যে ধরা নেই। আজ মধ্যরাত থেকেই চালু হচ্ছে বর্ধিত দাম।


এই নিয়ে গত দু মাসে পাঁচবার বাড়ল দুটি জ্বালানি পণ্যের দাম।

এদিনের বৃদ্ধির ফলে স্থানীয় ভ্যাট ধরে পেট্রলের দাম দিল্লিতে হচ্ছে লিটারে ৬৬ টাকা ৫ পয়সা। ছিল ৬৪ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম বেড়ে হচ্ছে লিটারে ৫৫ টাকা ২৬ পয়লা, বর্তমানে দাম ৫২ টাকা ৬১ পয়সা।

এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে, একদিকে পেট্রল ও ডিজেলের বর্তমান আন্তর্জাতিক মূল্য স্তর, অন্যদিকে ভারতের টাকা ও আমেরিকার ডলারের বিনিময় মূল্যের জেরে দুটি পণ্যের বিক্রয় মূল্য বাড়াতে হচ্ছে। আন্তর্জাতিক  তেলের দাম ও ভারত, আমেরিকার মুদ্রার বিনিময় মূল্যের গতিবিধি, বাজারের প্রবণতার ওপর ক্রমাগত নজর রাখা হবে ও সেইমতো দামের পুনর্বিন্যাস ঘটানো হবে বলে জানিয়েছে তারা।