চণ্ডীগড়: শনিবার মোষ নিয়ে যাওয়ার অপরাধে যে তিন ব্যক্তির ওপর হামলা চালানো হয়েছিল, তাদের মধ্যে প্রধান দুই অভিযুক্তকে প্রশিক্ষণ দিয়েছেন পিপিল ফর অ্যানিমেলস-এর হরিয়ানা শাখার সভাপতি নরেশ কাডিয়ান। নরেশ কাডিয়ানের দাবি, তিনি এই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়া দেওয়া শুরু করেছিলেন ২০০৫ সাল থেকে এবং পুরোটাই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গাঁধীর নির্দেশে করা হয়েছে। তাঁর দাবি সেসময় মানেকা গাঁধী তাঁকে নির্দেশ দিয়েছিলেন এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্যে। কিন্তু বর্তমানে যে কায়দায় এই সমস্ত ব্যক্তিরা কাজ করছে, সেটা দেখে কার্যত তাজ্জব হয়ে গেছেন পিএফএ-র হরিয়ানা শাখার সভাপতি।
সূত্রের খবর, শনিবারের হামলার পর থেকে পিএফএ-র ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এই সংগঠনের আওতায় প্রায় ২৬ টি হাসপাতাল, ১৬৫টি শাখা সংগঠন এবং আড়াই লক্ষ সদস্য রয়েছে। পিএফএ-র প্রতিটি শাখার ওয়েব পেজেই লেখা আছে পুরো সংগঠনের কর্ম প্রক্রিয়া মানেকা গাঁধীর নির্দেশ মতোই চলে। তবে পিএফএতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে কোনও জবাব পাওয়া যায়নি মন্ত্রীর তরফে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মোষ নিয়ে যাওয়ার অপরাধে তিন ব্যক্তির ওপর হামলা, অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানেক গাঁধীর নির্দেশে, দাবি পিএফএ সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2017 12:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -