আজ থেকে দিল্লিতে ফের চালু গাড়ির জোড়-বিজোড় বিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2016 04:50 AM (IST)
নয়াদিল্লি: দিল্লিতে আজ থেকে ফের চালু হয়েছে গাড়ির জোড়-বিজোড় বিধি। নিয়ম অনুযায়ী, একদিন অন্তর চলবে জোড়-বিজোড় নম্বর প্লেটের গাড়ি। বিধি ভাঙলে ২ হাজার টাকা জরিমানা। দ্বিতীয় পর্যায়ের জোড়-বিজোড় বিধি চালুর প্রথম দিন রাজধানীর রাস্তায় চলছে বিজোড় নম্বরের গাড়ি। আগামি ৩০ এপ্রিল পর্যন্ত এই বিধি চালু থাকবে। যাত্রীস্বার্থে দিল্লি মেট্রো ও রাজ্য পরিবহণ সংস্থা অতিরিক্ত মেট্রো ও বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণ রুখতে এবছরের জানুয়ারিতে প্রথমবার এই বিধি চালু করে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দাবি, এর ফলে দূষণ সেভাবে না কমলেও, এড়ানো গিয়েছে দিল্লির রুটিন যানজট।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -