নয়াদিল্লি: অভিযোগ তুলেছিলেন আগেই। সূত্রের খবর, এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার তিনি এই মর্মে আদালতে আবেদন জানাতে পারেন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর, প্রথম জনসভা থেকেই বিশ্ববাংলা নিয়ে অভিযোগ তুলেছেন মুকুল রায়। টেনে এনেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যে মুকুলকে পাল্টা জবাব দিতে আসরে নেমেছেন রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং ক্ষুদ্র-মাঝারি শিল্প দফতরের সচিব। আইনজীবী মারফত মুকুল রায়কে নোটিস পাঠিয়েছেন অভিষেক। পাল্টা আইনি পথে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা মুকুলও। সেই সঙ্গে বিতর্কের আবহে ফোন ট্যাপিংয়ের অভিযোগ নিয়েও আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।