নয়াদিল্লি: ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতীয় দর্শকদের এই খেলা নিয়ে উন্মাদনাও প্রচুর। এরইমধ্যেই ইন্টারনেটে একটি ভিডিও সামনে এসেছে, যা এক নজরে এ দেশের ক্রিকেটের জনপ্রিয়তার একটি উদাহরণ মাত্র। আইএফএস আধিকারিক সুধা রমেন সম্প্রতি ট্যুইটারে ওই ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে শিশুদের গলি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। কিন্তু ভিডিওতে সবচেয়ে বেশি নজর কেড়েছে শারীরিক দিক থেকে প্রতিবন্ধকতার শিকার এক শিশুর চুটিয়ে খেলায় মেতে থাকা। দেখা গিয়েছে, শিশুটি তার বন্ধুর সঙ্গে ব্যাটিং করছে।
সুধা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। সুদৃঢ় মানসিকতা। যাঁরা ক্রিকেট ভালোবাসেন কিংবা যাঁরা ভালোবাসেন না, সবারই এই ভিডিওটি দেখা উচিত। ফেসবুকে এই ভিডিও দেখেছি। ওই শিশু সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।



ইতিমধ্যেই প্রায় ৪৪ হাজার ভিউ হয়েছে ওই ভিডিও। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক শিশু শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুটিকে বল করছে। আর শিশুটি ব্যাট হাতে দারুণ একটা শট মারছে ওই খুদে ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে সোত্সাহে রান নিতেও ছুটছে সে। তাঁর বদ্ধপরিকর মনোভাব ও খেলার প্রতি এই আবেগ উচ্ছ্বাস দর্শকদের অনুপ্রাণিত করছে।
ট্যুইটার ব্যবহারকারীরা এই শিশুর উত্সাহ ও উদ্দীপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তাকে প্রকৃত হিরো হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে অন্যান্য শিশুরা যে ওই শিশুকে নিজেদের মতোই ভাবছে, সেজন্য তারাও প্রশংসা আদায় করে নিয়েছে।
এক ইউজার লিখেছেন, প্রকৃত হিরোকে কুর্ণিশ। বাহবা তার সহ খেলোয়াড়দেরও।
আর এক ইউজার লিখেছেন, ওই সাহসী সহ সমস্ত শিশুদেরই সাবাস।
অনেকেই আবার শিশুটিকে যাতে স্পনসর করা যায়, সেজন্য তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার আর্জি জানিয়েছেন।