মুম্বই: উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। জম্মুর পুঞ্চে ২ ভারতীয় জওয়ানের হত্যা, মুণ্ডচ্ছেদে ফের দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে। তার মধ্যেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১১ মে থেকে মুম্বই ও করাচির মধ্যে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করল। বৃহস্পতিবার, সপ্তাহে একটি দিনই ওই বিমান পরিষেবা মেলে।

ফ্লাইট চলাচলের ব্যাপারে যুক্ত এক কোম্পানির তরফে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, পিআইএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো বার্তায় বলেছে, ১১ মে থেকে করাচি-মুম্বই ফ্লাইটের টিকিট বিক্রি হবে না। যদিও ঠিক কী কারণে তাদের এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে পাক সরকারি বিমান সংস্থাটি কিছু বলেনি বলে জানান ওই কোম্পানির এক প্রতিনিধি। তিনি বলেন, ভারত, পাকিস্তান সম্পর্কে চলতি টেনশন ছাড়াও বাণিজ্যিক কারণেও এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। গতকাল থেকেই পিআইএ-র ওই বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ওই প্রতিনিধি অবশ্য জানান, গত মাসেই পাক বিমান সংস্থাটি ৪ মে বিমান পরিষেবা চালু থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিল।