নয়াদিল্লি: প্রায় তিন মাসের লকডাউন কাটিয়ে এখন আনলক ওয়ান জারি হয়েছে গোটা দেশে। কনটেনমেন্ট জোন ছাড়া কিছু কিছু শিথিলতা দেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই। কিন্তু ফের ১৫ জুন থেকে হতে পারে সম্পূর্ণ লকডাউন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যকে ভুয়ো বলে ওড়ালো পিএনবি।

লকডাউন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক ভুয়ো তথ্য। বিভিন্ন বিষয়ে এই সমস্ত খবরে বার বার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফের একবার লকডাউন নিয়ে  ভুয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ছবি। ব্রেকিং নিউজ বলে তাতে লেখা আছে, '১৫ জুন পর থেকে গোটা দেশে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফের বন্ধ হতে পারে রেল ও বিমান চলাচল।'



এই তথ্যকে যাচাই করার পর সম্পূর্ণ মিথ্যে ও ভুয়ো বলে ঘোষণা করে পিআইবি ফ্যাক্ট চেক টিম। একটি হিন্দি ট্যুইট করে জানানো হয়, 'সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা ট্রেন ও বিমানযাত্রায় ফের নিষেধাজ্ঞা জারি হয়ে পারে। কারণ, ১৫ জুন থেকে দেশে আবারও সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হতে পারে। পিআইবি ফ্যাক্ট চেক পরীক্ষা করে দেখেছে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যে। এই ধরনের জাল ও ভুয়ো তথ্য থেকে সাবধান থাকুন।