ট্রেন্ডিং

মুর্শিদাবাদে গ্রেফতার এক ভারতীয় দালাল-সহ ৮ বাংলাদেশি

কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে তুলকালাম, বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ

'পহেলগাঁওয়ে মহিলারা বীর ছিলেন না, সাহসের অভাব ছিল, তাই জঙ্গিদের শিকার হয়েছেন', মন্তব্য বিজেপির সাংসদের

রাতভর বৃষ্টিতে বানভাসি দিল্লি, গাছ-বাতিস্তম্ভ উপড়ে অবরুদ্ধ রাস্তা, উড়ানেও বাধা, একধাক্কায় নামল তাপমাত্রা

কলকাতাতেও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী,কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার
নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন ১৯শে জুন। ফল ঘোষণা ২৩ জুন
১৫ জুন থেকে ফের লকডাউন? 'ভুয়ো তথ্য থেকে সাবধান' বলল পিআইবি
১৫ জুন থেকে ফের লকডাউন? জল্পনা ওড়াল পিআইবি
Continues below advertisement

নয়াদিল্লি: প্রায় তিন মাসের লকডাউন কাটিয়ে এখন আনলক ওয়ান জারি হয়েছে গোটা দেশে। কনটেনমেন্ট জোন ছাড়া কিছু কিছু শিথিলতা দেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই। কিন্তু ফের ১৫ জুন থেকে হতে পারে সম্পূর্ণ লকডাউন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যকে ভুয়ো বলে ওড়ালো পিএনবি।
লকডাউন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক ভুয়ো তথ্য। বিভিন্ন বিষয়ে এই সমস্ত খবরে বার বার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফের একবার লকডাউন নিয়ে ভুয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ছবি। ব্রেকিং নিউজ বলে তাতে লেখা আছে, '১৫ জুন পর থেকে গোটা দেশে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফের বন্ধ হতে পারে রেল ও বিমান চলাচল।'
এই তথ্যকে যাচাই করার পর সম্পূর্ণ মিথ্যে ও ভুয়ো বলে ঘোষণা করে পিআইবি ফ্যাক্ট চেক টিম। একটি হিন্দি ট্যুইট করে জানানো হয়, 'সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা ট্রেন ও বিমানযাত্রায় ফের নিষেধাজ্ঞা জারি হয়ে পারে। কারণ, ১৫ জুন থেকে দেশে আবারও সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হতে পারে। পিআইবি ফ্যাক্ট চেক পরীক্ষা করে দেখেছে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যে। এই ধরনের জাল ও ভুয়ো তথ্য থেকে সাবধান থাকুন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে