নয়াদিল্লি:  ছবি-বিতর্কে একযোগে পুলিশের দ্বারস্থ সিপিএম-বিজেপি। দিল্লির মন্দির মার্গ থানায় ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। লালবাজারে ডেরেকের সঙ্গে মমতা-সুব্রত বক্সির বিরুদ্ধেও এফআইআর বিজেপির।


ভোটের মাঝে ছবি-বিতর্কে আরও বেকায়দায় তৃণমূল। একসঙ্গে পুলিশের দ্বারস্থ সিপিএম এবং বিজেপি। দিল্লিতে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের প্রকাশ কারাটের।লালবাজারে এফআইআর বিজেপির।

শনিবার এই ছবির ভিত্তিতে বাম-বিজেপি সখ্যের অভিযোগ করতে গিয়ে ঘোর অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এই ছবি দেখানোর পরই বিজেপি দাবি করে তা নকল। আসল ছবিতে মোদীর জায়গায় কারসাজি করে প্রকাশ কারাটের মুখ বসানো হয়েছে। চাপের মুখে তৃণমূলও ছবিটি আসল নয় বলে স্বীকার করে, ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। কিন্তু, সিপিএম-বিজেপির দাবি এটুকুই যথেষ্ট নয়। রবিবার বিজেপির একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে এনিয়ে এফআইআর দায়ের করেছে। ডেরেকের পাশাপাশি এফআইআর করা হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর বিরুদ্ধেও।

ডেরেকের বিরুদ্ধে নয়াদিল্লির মন্দিরমার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটও।

রাজ্যে এখনও তিন দফা বিধানসভা ভোট বাকি। রাত গড়ালেই উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ৪৯টি আসনে ভোট। তার আগে ছবি-বিতর্ক এবং তা নিয়ে সিপিএম-বিজেপির জোড়া অভিযোগ তৃণমূলের অস্বস্তি যথেষ্ট বাড়াল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।