ইটানগর: অরুণাচল প্রদেশের অনজাও জেলায় ভারত-চিন সীমান্ত থেকে ধরা পড়ল চিনা সংখ্যা লেখা একটি পায়রা। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম এরকম একটি পায়রা ধরা হল। পায়রাটির বাঁ পায়ে চিনা সংখ্যা লেখা আছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, অরুণাচলে নজরদারি চালানোর জন্যই চিন থেকে পায়রাটিকে পাঠানো হয়েছে। তবে পায়রাটির দেহের সঙ্গে ট্রান্সমিটার বা ক্যামেরা লাগানো আছে কি না, সেটা জানা যায়নি।

অনজাওয়ের ডেপুটি কমিশনার মমতা রিবা বলেছেন, ‘গ্রামবাসীরা চিনা সংখ্যা লেখা একটি পায়রাকে ধরেছেন। বিস্তারিত তদন্তের জন্য বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। গবেষণার জন্যও পায়রাটির গায়ে চিনা সংখ্যা লেখা হয়ে থাকতে পারে। বন দফতরের তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। তার আগে এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’

সম্প্রতি চিন সীমান্তবর্তী পাঁচটি রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি চিন সীমান্তে জওয়ানদের সদাসতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে এই পায়রা ধরা পড়া তাৎপর্যপূর্ণ।