পঠানকোট: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা বার্তাসহ দুটি বেলুন উদ্ধার হওয়ার পর এবার খোঁজ মিলল পায়রার। সম্ভবত সীমান্তের ওপার থেকে পাঠানো হয়েছে পায়রাটিকে। রবিবার বামিয়াল সেক্টরে সিম্বল পোস্টে বিএসএফ জওয়ানদের নজরে পড়ে পায়রাটি। জওয়ানরা সেটিকে ‘হেফাজতে’ নেন। পায়রাটির সঙ্গে বেঁধে পাঠানো হয়েছে মোদীকে উর্দুতে লেখা একটি চিঠি।
ঠিক যেমন গতকাল একইভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উর্দুতে লেখা কিছু বার্তা সহ দুটি বেলুন মিলেছে ওই এলাকাতেই। পরপর দুদিন এমন ঘটনা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
নারোত জামাল সিংহ থানার (পঠানকোট) থানার ইনসপেক্টর রমেশ কুমার বলেছেন, ধূসর রঙের পায়রাটিকে বিএসএফ জওয়ানরা দেখতে পান তাঁদের ফাঁড়ির কাছে। কী লেখা রয়েছে সেটির সঙ্গে পাঠানো চিঠিতে? পুলিশ জানিয়েছে, মোদীজী, ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের সময় আমরা যেমন ছিলাম, আমরা সেরকমই আছি, এটা ভাববেন না। এখন কিন্তু প্রত্যেকটি বাচ্চা ভারতের বিরুদ্ধে লড়তে তৈরি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তাটি।
গতকাল গুরদাসপুরের দিনানগরের ঘেসাল গ্রামে পাওয়া বেলুনদুটির সঙ্গে পাওয়া উর্দুতে লেখা বার্তায় লেখা ছিল, মোদীজী, আয়ুব খানের তলোয়ার এখন আমাদের কাছে। ইসলাম জিন্দাবাদ।
গত ২৩ সেপ্টেম্বরও পঞ্জাবের হোসিয়ারপুরে একটা সাদা পায়রা পাওয়া গিয়েছিল। সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল সেটি। সেবারও উর্দুতে লেখা কোনও বার্তা ছিল।
.
বেলুনের পর এবার মোদীকে উর্দুতে লেখা চিঠি সহ পায়রা ধরা পড়ল পঞ্জাবে
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2016 06:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -