নয়াদিল্লি: 'গডফাদার'-এ আপত্তি। ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগে রাজধানীতে ওই সংস্থার মদ তৈরি, সরবরাহ এবং বিক্রিতে নিয়ন্ত্রণ জারির জন্য দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের।


'গডফাদার' নামের মদ ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এতে জনমানসে ক্ষোভ সঞ্চার হতে পারে-এমনই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন জনচেতনা মঞ্চের প্রেসিডেন্ট দেবেন্দ্র সিংহ। তিনি বলেন, 'গডফাদার' প্রস্তুতকারক সংস্থা মানবতা এবং প্রাকৃতিক ন্যায়বিচার নীতি বিরোধী। ইচ্ছাকৃতভাবে তারা ধর্মীয় আবেগের ওপর আঘাত হানছে। এই অভিযোগে পিটিশন জমা দেন আইনজীবী এপি সিংহ। তিনি বলেন, আমাদের ধর্মে 'গড' এবং 'ফাদার'-দুটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিটিশনে বলা হয়, 'গড' অর্থাত সর্বশক্তিমান ঈশ্বর। এর সঙ্গে সাধারণ মানুষের আবেগ-অনুভূতি জড়িয়ে রয়েছে। রাজধানীতে অনুমোদিত মদের দোকানে এই বিয়ার বিক্রির অনুমতি দেওয়া উচিত নয় দিল্লি সরকারের।

প্রসঙ্গত, উত্তর ভারতে অধিক জনপ্রিয় স্ট্রং বিয়ার 'গডফাদার' প্রস্তুতকারক সংস্থাকে ইংরেজি ও হিন্দি ভাষায় দুটি সংবাদপত্রে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে ওই পিটিশনে। সম্ভবত আগামী সপ্তাহে এই মামলার শুনানি।