নয়াদিল্লি: ব্যাঙ্ককে যাওয়ার পথে ক্র্যাশ ল্যান্ড করল গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এতে পাইলটের মৃত্যু হয়েছে, পুড়ে আহত হয়েছেন ২ চিকিৎসক।


৫জনকে নিয়ে থাইল্যান্ড যাচ্ছিল বিমানটি। ব্যাঙ্ককের কাছে ক্র্যাশ ল্যান্ডিংয়ের সময় তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান পাইলট অরুণাক্ষ নন্দী। ২জন চিকিৎসক পুড়ে গুরুতর আহত হন, স্থানীয় একটি হাসপাতালে তাঁদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই বিমানে আরও একজন পাইলট ও নার্স ছিলেন বলে খবর।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
































মেদান্ত হাসপাতাল জানিয়েছে, যে ২ চিকিৎসক আহত হয়েছেন, তাঁরা কাজ করেন এমার্জেন্সি ও অ্যানাস্থেসিয়া বিভাগে। তবে তাঁদের আঘাত প্রাণহানির মত গুরুতর নয়। মেদান্ত থেকেও চিকিৎসকদের একটি দল আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে থাইল্যান্ড গিয়েছে।

ফুসফুস সংক্রান্ত রোগে এক অসুস্থকে ব্যাঙ্ককে চিকিৎসার জন্য নিয়ে যেতে চার্টার বিমান ভাড়া করেছিল হাসপাতালটি। রবিবার সকাল ৮টা ৪২ মিনিটে বিমানটি দিল্লি থেকে ওড়ে। কলকাতায় নেমে জ্বালানিও ভরে নেয়। কিন্তু বিকেলে ব্যাঙ্কক থেকে ৭৩০ কিলোমিটার দূরে নাখোন পাথোম বিমানবন্দরে সেটি ক্র্যাশ ল্যান্ড করে।